Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে এমরান ॥ গণতন্ত্র আজ জীবন-মৃত্যুর উপত্যকায় দাড়িয়ে আছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিসহ ২০ দলীয় জোটের দেশব্যাপী হরতাল অবরোধে দেশ কার্যত অচল হয়ে পড়ছে। সরকার দিশেহারা হয়ে নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিন্তু জনগণের অংশ গ্রহনের মধ্য দিয়ে সেই হরতাল অবরোধ বিজয়ের দ্বারপ্রান্তে। গতকাল রবিবার সকালে হরতাল অবরোধের সমর্থনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় আমিনুর রশীদ এমরান ও কামাল উদ্দিন আহমেদ সেলিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন দিলু, এডাভোকেট আফজাল হোসেন, মোহাম্মদ আলী মুছা, তুষার চৌধুরী, এসএম আব্দুল আওয়াল, মুকিম চৌধুরী, ফারুক আহমেদ, জহিরুল হক সেলিম, ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, আলমপনা চৌধুরী মাসুদ, শাহ জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ আনসারী, জনাব আলী, নাসির উদ্দিন, ইকবাল খান, সোহাগ লস্কর, আজিজুর রহিম, জামিউর রহমান জামু, হারিছ মিয়া, দেলোয়ার হোসেন রানা, মঞ্জুর উদ্দিন মঞ্জু, মুজাহিদ চৌধুরী, শাফি চৌধুরী, সাইফুল ইসলাম রাজ, তাজুল ইসলাম, আলী রেজা উজ্জল, মহুসিন তালুকদার, শেখ মহিবুল তানিম, তারেক আহমেদ তাহের, শান্ত আহমেদ মুন্না, ফয়সাল মিয়া, সোহেল মিযা, বিল্লাল আহমেদ, আবিদুর রহমান বুলবুল, আরজান আহমেদ রনি, ফেরদৌস আহমেদ, বিল্লাল আহমেদ, জানু মিয়া, আব্দুল হান্নান সুফল। সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান বলেন, অবরোধের জলন্ত লাভা সরকারের অবৈধ মসনদকে ছাই করে দিচ্ছে। চারদিকে উত্তাপ ছড়িয়ে পড়ার পূর্বেই সরকারকে বিদায় জানাতে হবে। গণতন্ত্র আজ জীবন-মৃত্যুর উপত্যকায় দাড়িয়ে আছে। তা রক্ষার জন্য আগ্নেয়গিরি উৎপাতে প্রলয় সৃষ্টির জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।