Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রবিবার থেকে দেশব্যাপী টানা ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠন। গতকাল শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার নিম্বর টাউয়ারের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালামের সভাপতিত্বে এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েলের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, শ্রমিক দলের আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন, আব্দুল আলীম ইয়াসিনী, আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, আব্দুল মুকিদ, পিন্টু পুরকায়স্থ, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, এমদাদুর রহমান লেবু, সাজান চৌধুরী, ফরান আহমদ ছানু, এড. আব্দুস সাহিদ তালুকদার, আবুল কালাম মিঠু,  শাহ রোহেল আহমদ, নুরুল আমীন, জিয়াউর ইসলাম, মীর বাচ্চুু প্রমূখ। সমাবেশে বক্তাগণ দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে রবিবার থেকে টানা ৩৬ ঘন্টার হরতাল সফল করার জন্য নবীগঞ্জের বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নবীগঞ্জবাসীর প্রতি দোয়া কামনাও করেছেন বক্তাগণ।