Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভূমি অফিস তথ্য সেবা কেন্দ্র ও আশ্রায়ন প্রকল্পের গৃহায়নের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা ভূমি অফিসের তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় আশ্রয়ন-২ প্রকল্পের গৃহ নির্মাণের ভিত্তি পস্থর স্থাপন করলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। গতকাল বুধবার বিকেলে বানিয়াচংয়ে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বিকেল ৩টার দিকে উপজেলার ছিলাপাঞ্জা গ্রামে ছদো মিয়ার নামে বরাদ্দকৃত গৃহ নির্মাণ ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, এসিল্যান্ড বিএম মশিউর রহমান, বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, পিআইও মেহেদী হাসান টিটু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক মখলিছ মিয়া। সংশ্লিষ্টরা জানান, যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় বরাদ্দ রয়েছে ২ লাখ ২১ হাজার ৬৯৪ হাজার টাকা। এ উপজেলায় ১৪টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। পরে উপজেলা ভূমি অফিসের তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন লক্ষ্যে ভূমি অফিসের সামনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও জেলা ইমাম সমিতির সভাপতি উপাধ্যক্ষ মাওঃ আতাউর রহমান।