Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে স্যানিটেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৭টি ইউনিয়নের ২৭১৮৪ জন লোক প্রতিদিন খোলা জায়গায় মলত্যাগ করে বলে উন্নয়ন সহযোগী টিমের স্যানিটেশন বিষয়ক সেমিনারে তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এনজিওটির সহকারী পরিচালক একেএম রফিকুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ জরিপে এমন চিত্র পাওয়ার কথা উল্লেখ করে এব্যাপারে কার্যক্রম চালিয়ে ২০১৬ সনের মার্চ মাসের মধ্যে তাদেরকে স্যানিটেশনের আওতায় আনার ঘোষনা দেন। এজন্য তিনি জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। প্রকাশকৃত তথ্য অনুযায়ী ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের শতকরা ১৬ ভাগ মানুষ, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ১৫ ভাগ, ৫নং দৌলতপুর ইউনিয়নের ২০ ভাগ, ৬নং কাগাপাশা ইউনিয়নের ১৫ ভাগ, ৮নং খাগাউড়া ইউনিয়নের ১৪ ভাগ, ৯নং পুকড়া ইউনিয়নের ১৪ ভাগ ও ১১নং মক্রমপুর ইউনিয়নের ৬ ভাগ মানুষ খোলা স্থানে পায়খানা করে পরিবেশ দুষণ করছে। সচেতনতার অভাবে তারা এমনটি করছে বলে জানিয়ে তিনি প্রতিটি ইউনিয়নে ৫টি করে উদ্বুদ্ধকরণ সভা করার ঘোষনা দেন। এছাড়া খাবারের আগে-পরে সাবান দিয়ে হাত ধোয়া ও বিশুদ্ধ খাবার পানি পান করার ব্যাপারে সচেতন করা হবে বলেও জানানো হয়। অবহেলিত ৪২টি প্রাইমারী ও হাইস্কুলে স্যানিটেশন নিশ্চিত করার কথাও জানানো হয়। সেমিনারে তথ্য চিত্র উপস্থাপন করেন প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের জোনাল অফিসার মোঃ সুজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের ষ্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, খাগাউড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দেবপদ রায়, উপজেলা এলজিইডির প্রকৌশলী বিপ্লব পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী হারুনুর রশিদ, সমবায় অফিসার আলাউদ্দিন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ২নং ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল হোসেন, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী মহসিন উদ্দিন, ইউনিসেফের জেলা কর্মকর্তা আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষক ভানু চন্দ্র চন্দ, জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক আব্দুর রউফ, রথীন্দ্র চন্দ্র দাশ, উন্নয়ন সহযোগী টিমের উপজেলা সমন্বয়কারী রাজু আহমেদ প্রমূখ।