Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে গ্রেফতার আতংকে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দিয়েছেন বানিয়াচংয়ের  ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। আসামী ছাড়াও অনেকে সতর্ক অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার হরতাল কর্মসূচী পালনকালে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ২০ জন নেতা কর্মী আহত ও পিকেটারদের আক্রমনে ৩টি মোটর সাইকেল ভাংচুর হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা মোকদ্দমা না হলেও সূত্রমতে পুলিশ সম্ভাব্য নাশকতার আশংকায় একটি তালিকা তৈরী করেছে। সে মোতাবেক এদের গ্রেফতারে বিভিন্ন পাড়া মহল্লায় তাদের বাড়ীতে অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে এ ঘটনায় বানিয়াচং আওয়ামীলীগ জরুরী সভা ডেকে সংঘাত এড়িয়ে নাশকতাকারীদের দমন করতে আইন প্রয়োগকারীদের সহযোগিতা নিতে পরামর্শ দেন আওয়ামীগ সভাপতি আমির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এ সরকার দমন পীড়নের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে চলেছে। বানিয়াচং এসে জানতে পারলাম পুলিশ আমাদের প্রতিবাদী নেতা কর্মীদের তালিকা করে তাদের গ্রেফতারের জন্য প্রতি রাতেই বাড়ি বাড়ি হানা দিচ্ছে। সরকারের মনে রাখা উচিত এ প্রক্রিয়ায় কোন আন্দোলনই দমন হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের আন্দোলন চলবে। যা থেকে আমরা বিন্দুমাত্র পিছপা হবো না। উল্লেখ্য, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলীর অনুপস্থিতিতে সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন আন্দোলন কর্মসূচীকে বেগবান করার জন্য ৪ জেলার নেতবৃন্দের সাথে সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। জেলায় জেলায় তার ঝটিকা সফর অব্যাহত রয়েছে।