Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসন, হবিগঞ্জ-সিলেট এর সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নবীগঞ্জ-বাহুবল এর সাবেক সংসদ সদস্য এঃ আব্দুল মোছাব্বির, নবীগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রামেন্দ্র সুন্দও ভট্টাচার্য, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জাহির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় স্কুলের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফলের মধ্য দিয়ে একটি স্কুলের যথাযথ পরিচয় ফুটে উঠে। শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা। তিনি বলেন, শিশুকে স্কুলে ভর্তি করিয়েই নিজ দায়িত্ব ইতি ঘটালে হবে না, শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদের ভূমিকা রাখতে হবে। একজন অভিভাবকের পরিশ্রমের স্বার্থকতা ঘটে তখনেই যখন সন্তান আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত পায়।
প্রাক্তন ছাত্র মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরে স্কুল মাঠ প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।