Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-চুনারুঘাট-শায়েস্তাগঞ্জে দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-চুনারুঘাট-শায়েস্তাগঞ্জে ট্রাক চাপা, ট্রেনে কাটা ও মাইক্রো দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানী ঘটেছে।
নবীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি দেওতৈল রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় তছলিম মিয়া (৭০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘাতক চালকসহ ট্রাকটি শেরপুর হাইওয়ে পুলিশ আটক করেছে।
স্থানীয় সুত্র জানায়, দেওতৈল গ্রামের বৃদ্ধ তছলিম মিয়া মাছ তরকারি খরিদ করে স্থানীয় আউশকান্দি বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওই দূর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর পর দ্রুতগামী ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ চালকসহ আটক করে। এদিকে দূর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় জনতা মহাসড়কটি অবরোধ করে। প্রায় ২ ঘন্টা পর স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এএসপি শৈলেন্দু চাকমা, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, প্রেসক্লাব সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, স্থানীয় মেম্বার বদরুল ইসলাম বকুল, সাংবাদিক এম মুজিবুর রহমান, কাচন মিয়া, মুজিবুর রহমান সহ স্থানীয় লোকদের হস্তক্ষেপে বিক্ষোব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শাহজাহান নামে ১ ব্যক্তি নিহত ও ৩জন আহত হয়েছে। নিহত শাহজাহানের বাড়ি শায়েস্তাগঞ্জের বাগুনিপাড়া গ্রামের হাজী বাড়ির মৃত সুরত আলীর পুত্র।
গতকাল দুপুরে চুনারুঘাট থেকে ছেড়ে আসা শায়েস্তাগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজি (হবিগঞ্জ থ-১১-২২৬৭) উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ-১৩-২২১৯) সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে শাহজাহান মিয়াসহ ৪জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শাহাজাহান মিয়াকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাজার এলাকার শামছু মিয়ার পুত্র রুবেল মিয়া (৩০), হবিগঞ্জ মোহনপুর এলাকার ফয়জুল হকের পুত্র মনিরুল রহমান (৪৫) ও চুনারুঘাট রানীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের লুৎফুর রহমানের পুত্র  সোহাগ মিয়া (২৫)কে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস ও সিএনজিকে চুনারুঘাট থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।
এদিকে শায়েস্তাগঞ্জে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ১০ টার দিকে শায়েস্থাগঞ্জ রেলজংশনের পূর্বদিকে পশ্চিম লেনজাপাড়া নামকস্থানে এঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় রেল লাইনে কোনো লোক ছিল না। পাশের বাড়ীর লোকজন এ দৃশ্য দেখতে পায়। এলাকাবাসীর ধারণা-লোকটি ট্রেনের দুই বগির মধ্যস্থানে দাড়ানো ছিলো। ট্রেনের ঝাঁকুনির সময় লোকটি ফাঁক দিয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক সাংবাদিক জানান, ট্রেনে কাটা পড়ে লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি আরও জানান, লাশটি রেললাইনের উপর পড়ে ছিলো। এ সময় সিলেটগামী উপবন ট্রেনটি লাশ উপর দিয়ে গেলে আবারও কাটা পড়ে লাশ। এ ঘটনায় সিলেটগামী উদয়ন ট্রেন পশ্চিম লেনজাপাড়া আউটারে আসলে এ সময় চালক ট্রেন দাড় করিয়ে ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলমকে অবগত করলে রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আবুল কাসেম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে কিছু সময় আটকা ছিলো।