Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ে মসজিদ ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ে মসজিদ ও শহীদ মিনার স্থাপনের নিমিত্তে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে পৃথক ভাবে হাসিনা বানু মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ক্বারী আবদুস সালাম এবং শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এডুকেশন ট্রাষ্ট ইউকের চেয়ারপার্সন বিশিষ্ট সমাজ সেবক মোঃ অনর উদ্দিন জাহিদ। এ উপলক্ষে শিক্ষক, অভিবাবক এবং শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুর্শি ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ খালেদুর রহমান খালেদ। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের সঞ্চালনায় বক্তব্য দেন, সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকা দেব নাথ, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত, কুর্শি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবদাল মিয়া, সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু প্রমূখ। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের সম্মান প্রদর্শন করা হয়। আয়োজিত সভায় এডুকেশন ট্রাষ্টের চেয়ারপার্সন অনর উদ্দিন জাহিদ বলেন, দেশের কল্যাণে নিয়োজিত থেকে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় ক্রমাগত সহায়তা অব্যাহত রাখব। বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী কমিউনিটি লিডার আবদুস সালাম বলেন, ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার নিমিত্তে সামাজিক উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, মসজিদ ও শহীদ মিনার নির্মানের মধ্য দিয়ে উল্লেখিত দুই দাতা সদস্য সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবার ও শিক্ষার্থীদের নিকট চির স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা বলেন, দেশের শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে প্রবাসীরা নিরলস ভাবে কাজ করছেন। প্রবাসী দুই কমিউনিটি লিডার মসজিদ ও শহীদ মিনার নির্মান করে দিয়ে ধর্মীয় মূল্যবোধ এবং দেশ প্রেমের অনন্য নজির স্থাপন করেছেন। প্রবাসী ও বিত্তবানদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানানো হয়।