Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ ও ব্র্যাকের যৌথ প্রয়াসে উজ্জ্বীবক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না, এই শ্লোগানে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ১৪ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী  অনুষ্ঠিত হয়ে গেল  দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় ৪ দিন ব্যাপি ২১৭২ তম উজ্জ্বীবক প্রশিক্ষণ কোর্স। স্থানীয় সরকারকে শক্তিশালী করণ ও এম.ডি,জি লক্ষ্যমাত্রা অর্জন এ ইউনিয়ন পরিষদ এর কার্যকর ভূমিকা স্থায়ী কমিটি সচলীকরণ, উন্মুক্ত বাজেট প্রনয়ণ ও প্রকাশ, জনগনের অংশগ্রহনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরণ এর মাধ্যমে প্রতিটি জনগন কে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী ও আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠার কৌশল শিখনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন অত্র ইউ.পি চেয়ারম্যান মো: আমজাদ আলী। প্রশিক্ষণ শেষে ৩৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়। দেশ ও জাতি গঠনে আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ ও ব্র্যাকের এই যৌথ প্রয়াসকে স্বাগত জানান চেয়ারম্যান, তার সমাপনী বক্তব্যে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এর হবিগঞ্জ জেলা সমন্বয়কারী খান মুঃ মুজাহীদ ইবনে হাবীব ও ইউনিয়ন সমন্বয়কারী রুবেল আহম্মেদ ও সহায়কবৃন্দ।