Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের ঘৌড় দৌড় মাঠে গতকাল বৃহস্পতিবার পোষসংক্রান্তি উপলক্ষে শত শত বছরের পূর্বে চালু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ১০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে শত শত বছর ধরে আলমপুর গ্রামে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল বিকেলে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলমপুর গ্রামের যুব সমাজ। প্রতিযোগিতায় ১০ টি ঘৌড়ার মধ্যে তিনটি দৌড় অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন আলম পুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া পংকীরাজ। দ্বিতীয় স্থান লাভ করেন হবিগঞ্জের ফরিদ মিয়ার ঘোড়া সিংবাদ।