Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের প্রথমরেখ গ্রামে সংঘর্ষে ২০ জন আহত

কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের প্রথমরেখ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও আশংকাজনক অবস্থায় একজনকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের আবুল হোসেনের পুত্র খেলু মিয়া ও একই গ্রামের মগল মিয়ার পুত্র সজল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন দরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পতির লক্ষ্যে ইতিপূর্বে এলাকায় কয়েক দফা সালিশ বৈঠক করা হয়েছে। কিন্তু তাদের এ বিরোধ নিষ্পতি হয়নি। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় দিকে খেলু মিয়ার তার লোকজন নিয়ে এ বিরোধর্পূন জায়গাটি দখল করতে গেলে মগল মিয়া ও তার পক্ষের লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় এমরান মিয়া (৩২), আলেয়া বেগম (৩৫), রহিমা বেগম (৭০), মুকবুল মিয়া (৫৫), ছবিল মিয়া (৪০), মগল মিয়া (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজন জনক অবস্থায় টেটাবিদ্ধ সেলু মিয়াকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।