Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সীমান্তে বাংলাদেশী’র উপর বিএসএফ’র গুলি ॥ ভয়ে আত্মগোপন

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলি খেয়েছে এক চোর। ঘটনাটি ঘটেছে চুনারুঘাটের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে। সীমান্ত সুত্র জানায়, টুটুল ১২ জানুয়ারী রাতে সীমান্তের ১৯৬৫ নং মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের দূর্গানগর গ্রামে যায়। এ সময় গ্রামবাসি ‘চোর পড়েছে’ বলে শোর চিৎকার শুরু করে। গ্রামবাসির ধাওয়া খেয়ে টুটুল ও তার সহযোগীরা দৌড়ে পালাতে চাইলে টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে সর্ট গানের গুলি ছুড়ে। গুলির ছরড়া টুটুলের মুখমন্ডলে পড়লে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় সে সীমান্ত অতিক্রম করে নিজ গ্রাম টেকেরঘাটে চলে আসে। স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক টুটুলের মুখ থেকে গুলির কয়েকটি ছরড়া অপসারন করেছেন। এ খবরটি প্রচার হলে বাল্লা বিজিবি ক্যাম্পের জোয়ানরা আহত টুটুলে সন্ধান করেন। কিন্তু টুটুল এরই মাঝে আত্মগোপন করে। এ ব্যপারে বাল্লা বিজিবি’র নায়েক সুবেদার মোশাররফ কিছুই জানে না বলে জানান। গত বছরের ৫ এপ্রিল ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের কাছে গৌড়নগর গ্রামের বাসিন্দারা গাজীপুর ইউপির মানিক ভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার আলী (৩৫), একই ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামের ছিদ্দিক আলী (৫৫) ও উসমানপুর গ্রামের মফিজ উল্লার পুত্র উমর আলী (৩০ কে কুপিয়ে হত্যা করেছিল। একই বছরের ২৮ অক্টোবর রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্তের বাছাইবাড়ী এলাকায় গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর পুত্র করম আলী (৩৫), ছমির হোসেনের পুত্র সুজন (২২) ও চুনু মিয়ার পুত্র আকল মিয়া (১৯) কে গুলি ও পুড়িয়ে হত্যা করে বিএসএফ ও ভারতীয় গ্রামবাসি।