Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষানীতির কারণে শিক্ষাখাতের উন্নয়নের বিপ্লব ঘটেছে-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে গতকাল দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে সারাদেশে শিক্ষা খাতে উন্নয়নের বিপ্লব ঘটেছে। প্রতি বছরের ১ জানুয়ারী সারাদেশে ১ম শ্রেণী হইতে ৯ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়। গত ৫ বছরে প্রায় ১২০ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা হয় এবং ৬ষ্ঠ শ্রেণি হইতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া বর্তমান সরকারের আমলে বানিয়াচং-আজমিরীগঞ্জে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। ২৬টি উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে, ২টি কলেজ একাডেমী ভবন নির্মাণ করা হয়েছে। ৫টি নতুন উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়েছে যার প্রতিটির নির্মাণ ব্যয় ১ কোটি ৮০ লাখ টাকা। সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ৫নং দৌলতপুর যুবলীগ সভাপতি মোঃ লুৎফুর রহমান, পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিকী। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ, ৫নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইব্রাহীম খলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাঈদুর রহমান প্রমূখ।