Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় সেলিমসহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০ জনের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
প্রকাশ, ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির ৬ষ্ট দিনে গত রবিবার দুপুরে শহরের ঈদগাহ রোড এলাকায় বাইপাস সড়কে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের নেতৃত্বে জেলা বিএনপি একটি মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আটকের চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২নং পুল এলাকার বাইপাস সড়কে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। প্রথমে ধাওয়া খেয়ে পুলিশ পিছু হটলেও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মন্নান সহ ২০ জন আহত হয়।
এ ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্তরা হচ্ছেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুবদল নেতা এস এম মানিক, শামসুল ইসলাম মতিন, রহমত আলী, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, জুয়েল মিয়া, আব্দুল হাকিম, শাহ আলম, শাহীন মিয়া, ওয়াহিদ মিয়া, মহিউদ্দিন, পারভেজ, ফয়সল মিয়া, আব্দুন নুর, আব্দুল হাই, নানু মিয়া, কাউছার, আরব আলী, মন্নান মিয়া, তাহির মিয়া, আব্দাল মিয়া, ছালেক মিয়া, তাজুল ইসলাম, আক্তার মিয়া, পলাশ মিয়া, জহিরুল হক, পাবেল, ওয়াহিদ মিয়া, লোকমান মিয়া, সোহেল মিয়া, তারা মিয়া, জয়নাল আবেদীন ও ছালেক মিয়া। মামলায় অজ্ঞাতনামা আরো ৩০/৪০জনকে আসামী ভূক্ত করা হয়েছে।