Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীকে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে শীতার্থ দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি। ডায়বেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, যুক্তরাষ্ট্র ডেমোক্রেটস পার্টির জুডিসিয়াল ডেলিগেট ও সমিতির সদস্য মঞ্জুর চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আতাউর রহমান সেলিম, সোনালী ব্যাংক এক্সজিকিউটিভ অফিসার সেলিম সিদ্দিকী, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীকান্ত গোপ, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার অসিত কুমার চৌধুরী, আব্দুর রউফ সেলিম, দৈনিক প্রতিদিনের বাণী স্টাফ রিপোর্টার এম এ হাকিম, জুয়েল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলীম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির প্রবাসীদের সুস্থতা কামনা করে দরিদ্রদের কাছে দোয়া চেয়ে বলেন, প্রবাসীরা সুস্থ্য থাকলে দেশের মানুষের কল্যানে এগিয়ে আসতে পারবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৩’শ ২০টি অসহায় পরিবারের লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্র পারভেজ আহমেদকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। তীব্র শীতে অসহায় লোকজন এসব শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।