Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা বিএনপি’র জরুরী পরামর্শ সভায় এমরান ॥ লোকাল নয়, এক্সপ্রেস গতিতে অবরোধের তীব্রতা বাড়াতে হবে

স্টাফ রিপোর্টার ॥ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অবরোধের গতিপ্রবাহের তীব্রতাকে কার্যকর করার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী পরামর্শ সভা দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশিদ এমরান-এর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি এমজি মুহিত, জেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ফরিদ, জেলা বিএনপি নেতা হাজী ফজলুর রহমান টেনু, কানু রায়, সেলিম আহমেদ, মোহাম্মদ নানু মিয়া, তুষার চৌধুরী, দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদ আলী মুসা, মুকিম চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আইনজীবি ফোরাম নেতা এডভোকেট আব্দুল আজিজ, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট আফজাল হোসেন, আব্দুল আহাদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আউয়াল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক শরীফ, ছাত্রনেতা আব্দুল আজিজ, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলমপনা চৌধুরী মাসুদ, শাহ জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ আনসারী, মীর দুলাল প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে আমিনুর রশিদ এমরান বলেন, সরকার পতনের জন্য আমাদেরকে লোকাল ট্রেনের মত নয়, এক্সপ্রেস ট্রেনের গতিতে অবরোধের তীব্রতা বাড়াতে হবে। এ ছাড়াও বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের হাতে দেশ, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও জীবন নিরাপদ নয়। গোঠা দেশ আজ মামলা-হামলা, নির্যাতন নিপীড়ন, হত্যা-গুমের নিষ্ঠুরতায় অযোগ্য ভূমিতে পরিণত হয়েছে। বক্তারা আবরোধে জনগনের সহযোগিতাকে যুগান্তরকারী ঘটনা হিসেবে আখ্যায়িত করে চলমান আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।