Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বেরী ও রাজাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দু’টি গ্রামকে বিদ্যুৎতায়ন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার বেরী ও জন্তরি রাজাপুর গ্রামের বিদ্যুতের সুইচ টিপে আনুষ্টানিক উদ্বোধন করেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। উপজেলার কুর্শি ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন। পল্লী বিদ্যুতের ডাইরেক্টর সফিউল আলম হেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, হেলাল আহমদ, খলিলুর রহমান দুদু, আরজু মিয়া, আব্দুল মতিন, সরওয়ার শিকদার, এম এ মুহিত, আব্দুল বাছিত প্রমূখ। অপরদিকে বিকাল ৫ টায় করগাঁও ইউনিয়নের জন্তরি রাজাপুর গ্রাম সংলগ্ন মাঠে রাজাপুর গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। এতে  প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। ইউপি মেম্বার আলকাছ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কবির মিয়া প্রমূখ। হবিগঞ্জ পল্লী  বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ যোনাল অফিসের আওতায় নবীগঞ্জের এ দু’টি গ্রামের ১৩০ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়।