Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাইকেলে চড়ে প্রচারাভিযান এখন হবিগঞ্জে ॥ কাবফুট, ঠোঁট ও তালুকাটা জন্মগত সমস্যা বিষয়ে জনসচেতনতা

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘গড়ে তুলি আগামী’ শ্লোগানের প্রত্যয়ে জন্মগত কাবফুট এবং ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জনসচেতনতার জন্য লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ) সমগ্র বাংলাদেশে সাইকেলে চড়ে প্রচারাভিযান পরিচালনা করছে। জন্মগত কাবফুট, ঠোঁট ও তালুকাটা চিকিৎসা না করালে প্রতিটি শিশুর জীবন হতে পারে শারীরিক ও সামাজিকভাবে বিপন্ন। আর এ ধরনের সমস্যা নিয়ে আমাদের দেশে রয়েছে নানা ধরনের কুসংস্কার। সমস্যাগুলোর উত্তরণে সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। অধিকাংশ অভিভাবকই এ সকল জন্মগত সমস্যা নিয়ে অবগত নয়, ফলে সন্তানের সুচিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সঠিক তথ্য না থাকায়, চিকিৎসার আওতার বাইরেই থেকে যাচ্ছে অধিকাংশ আক্রান্ত শিশু। এলএমআরএফ বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক ও দাতব্য সংস্থা সুবিধাবঞ্চিত দরিদ্র রোগী, যারা জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটা এবং মুগুর পা বা কাবফুট আক্রান্ত তাদের বিনামূল্যে উন্নতমানের ও আধুনিক চিকিৎসা সেবা দেওয়াই এই সংস্থার প্রধান লক্ষ্য। শিশুদের কল্যাণে কাজ করা ও এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে দেশব্যাপী এ সাইকেল প্রচারাভিযানে অংশ নিয়েছেন তরুণ সাইকিস্ট শরিফুল ইসলাম হিরণ ও বাহারুল ইসলাম। গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম থেকে আনুষ্ঠিকভাবে এ শুভ উদ্যোগের যাত্রার সূচনা হয়। পর্যায়ক্রমে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি,  খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা শেষ করে। বাংলাদেশের সকল জেলায় এ সাইকিস্টদ্বয় তাদের প্রচারাভিযান পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় সাইক্লিষ্টদ্বয় গতকাল রবিবার হবিগঞ্জ জেলায় এ সকল বিষয়ে তথ্য ও সচেতনতামূলক উপকরণ বিতরণ ও উপস্থিত জনতার সাথে জনসংযোগ করেন। সাইকিষ্টদ্বয় এ বিষয়ে অবহিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলমগীর হোসেন এবং সিভিল সার্জন ডা: মো: নাছির উদ্দিন ভূঁঞাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।