Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে সরকারী বন্দোবস্তকৃত ভুমি থেকে উচ্ছেদের পায়তারা করছে কিছু দখলবাজ প্রভাবশালী মহল। তারা ওই পরিবারকে ভূমি থেকে উচ্ছেদ না হলে প্রাণনাশেরও হুমকি দিয়েছে। নিরুপায় হয়ে ওই পরিবারের লোকজন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সুবোধ দাশের স্ত্রী শান্তি রানী দাশ সরকার প্রদত্ত ভূমিতে বসবাস করে আসছেন। যার মৌজা মাধবপুর, জেএল নং ১২, দাগ নং ৫৯, খতিয়ান নং ০১ এতে প্রায় ৬০ শতক চারা ও ডোবা রকম তূমি রয়েছে। যা দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধার পরিবার পরিজন নিয়ে ভোগ করে আসছেন। গত বুধবার সকালে প্রয়াত মুক্তিযোদ্ধা সুবোধ দাশের পুত্র সুবিনয় দাশ তাদের চারা ভূমিতে কাজ করতে গেলে পার্শ্ববর্তী রামপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন তাদের কাজ করতে বাধা দেয়। প্রানভয়ে মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন সেখান থেকে চলে আসে। বিবাদীরা এ সময় তাদের ডোবায় থাকা মাছ ধরে নিয়ে যাবে এবং ভূমি থেকে সরে না গেলে প্রাননাশের ও হুমকি দেয়। নিরুপায় হয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা সুবোধ দাশের  স্ত্রী শান্তি রানী দাশ বিবাদীদের বিরুদ্ধে গত বুধবার নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।