Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডাঃ তৃপ্তি দাসের বিরুদ্ধে রোগী না দেখে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগ

পাবেল খান চৌধুরী ॥ রোগী না দেখে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগ উঠেছে অধ্যাপিকা ডাঃ তৃপ্তি দাসের বিরুদ্ধে। এ নিয়ে রোগী ও আত্মীয় স্বজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রকাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপিকা তৃপ্তি দাস প্রতি সপ্তাহে রোগী দেখেন হবিগঞ্জ শহরের রূপালী ম্যানসনে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে। প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও লেপারস্কোপিক সার্জন অধ্যাপিকা ডাঃ তৃপ্তি দাশ প্রতি বৃহস্পতি ও শুক্রবার রোগী দেখেন। রোগী দেখায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে ডাঃ তৃপ্তির বিরুদ্ধে। চেম্বারে প্রবেশের পূর্বে তার সহকারী ৬’শ টাকা ভিজিট গ্রহণসহ রোগের বর্ণনা নেন রোগীর নিকট থেকে। এগুলো প্রেসক্রিপশনে লিপিবদ্ধ করে উপস্থাপন করা হয় ডাঃ তৃপ্তির নিকট। পরে এক সাথে ৮/১০ জন রোগীকে প্রবেশ করানো হয় তৃপ্তির চেম্বারে। এ সময় একে একে রোগীদের নিকট থেকে তাদের রোগের বর্ণনা শুনেন ডাক্তার। অনেকের রোগের বর্ণনা শুনারও প্রয়োজন মনে করেন না তিনি। পরে অনেককে বিভিন্ন পরীক্ষা আবার কাউকে ব্যবস্থাপত্র দিয়ে বিদায় করে দেন। কোন রোগী কোন কথা বলতে চাইলে বা কিছু জিজ্ঞেস করতে গেলে উত্তেজিত হয়ে উঠেন ডাঃ তৃপ্তি। এতে অনেক রোগী থাকেন ভীত সন্ত্রস্থ। এদিকে রোগীদের ঔষধ ব্যবহার সহ আনুসাঙ্গিক বিষয় বুঝিয়ে দেয় তার সহকারীরা। গতকাল দুপুর ২টার দিকে ডাঃ তৃপ্তি দাশকে দেখাতে আসেন রিনা আক্তার নামে এক রোগী। ২ঘন্টা বসিয়ে রাখার পর ডাক্তারের সহকারীরা রোগীর কাছ থেকে প্রেসক্রিশন ও রিপোর্ট নিয়ে যায়। পরে রোগীর সাথে কোন কথা না বলেই ডাক্তারের দেয়া একটি নতুন ব্যবস্থাপত্র সহ রোগীর হাতে তুলে দেন তার সহকারী। এ সময় রোগী ডাক্তারের সাথে দেখা চাইলে দেয়া হয়নি। এ সময় খবর পেয়ে রোগীনীর আত্মীয় একজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। পরে সাংবাদিক তার পরিচয় দিয়ে রোগীনী সহ ডাক্তারের চেম্বারে প্রবেশ করেন। এ সময় সাংবাদিক ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে এক সাথে ৮/১০ রোগীর বর্ণনা শুনায় অনেকের গোপনীয়তা প্রকাশ সহ বিভিন্ন অসুবিধা ও ভুল চিকিৎসার সম্ভাবনার কথা জানতে চাইলে তিনি এর সদোত্তর দিতে পারেন নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে এগিয়ে এসে ব্যবস্থাপনায় ভুলের কথা স্বীকার করে ভবিষ্যতে সতর্ক থাকার জন্য ডাক্তার তৃপ্তি দাসকে পরামর্শ দেন।