Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। সভায় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী  মমিন, সাবেক ইউ.পি চেয়ারম্যান ও কৃতি ফুটবলার মরহুম হামিদুর রহমান খান আরজ এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে মহাগ্রাম বানিয়াচঙ্গের চিরাচরিত প্রথা সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সহবস্থান যে কোন পরিস্থিতিতে অক্ষুুন্ন রাখতেই হবে। এ লক্ষে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে পরামর্শ সভা আহ্বানের জন্য ইউএনও কে অনুরোধ করেন তিনি। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রকাশ্যে টুনকু ঘটনা থেকে সৃষ্ট উদ্দেশ্যমূলক মামলা গ্রহন করে, বানিয়াচঙ্গের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এরূপ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। সভায় স্থিতিশীল আইনশৃঙ্খলা রক্ষায় বানিয়াচং পুলিশের ভূয়সী প্রশংসা, বাল্যবিবাহ, দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন, বিদ্যুৎ সংযোগে হয়রানী, বেআইনী যানচলাচল, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পযন্ত বেআইনি ট্রাক্টর চলাচল নিষিদ্ধ, যৌতুক সহ সমসাময়িক বিষয়ে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর লিয়াকত আলী, বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, সুবিদপুর ইউ.পি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, কাগাপাশা ইউ.পি চেয়ারম্যান নুরুল ইসলাম, পুকড়া ইউ.পি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সুজাতপুর ইউ.পি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, মন্দরী ইউ.পি চেয়ারম্যান জালাল উদ্দিন, মুরাদপুর ইউ.পি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, পৈলারকান্দি ইউ.পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবী চান্দ দাস, অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমেদ প্রমূখ। সভায় আগামী ১৩ জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিতব্য উপজেলা  মাসিক সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতির বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম।