Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশের দায়েরী মামলায় সাংবাদিকদের আসামী করায় ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ॥ আজ স্মারকলিপি

বাহুবল প্রতিনিধি ॥ পুলিশের দায়েরী দুই মামলায় ৫ সাংবাদিককে আসামী করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাহুবল মডেল প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্লাবের এক জরুরী সাধারণ সভায় মামলা থেকে তাদের নাম প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। দাবির প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোঃ নূরুল আমীন, সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন, যুগ্ম সম্পাদক এফআর হারিছ, অর্থ ও দপ্তর সম্পাদক এমএ মজিদ তালুকদার, প্রচার সম্পাদক আজিজুল হক সেলিম, ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমেদ তাইনুছ, সদস্য নূরুল ইসলাম মনি, আব্দুল হান্নান রেনু, আব্দুল মজিদ শেখ, পংকজ কান্তি গোপ টিটু, এটিএম তামিম, শাহ রাসেল আহমেদ, আব্দুল কাইয়ূম জাকী, ইয়াকুত আলী, দিদার এলাহী সাজু, ইসমাইল মাহমুদ ফিরোজ, সোহেল আহমেদ, হুমায়ূন কবীর প্রমুখ। নেতবৃন্দ বলেন, স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার লক্ষে নির্বিচারে সাংবাদিকদের মামলায় জড়ানো হয়েছে। যা শুধু নিন্দনীয় নয় উদ্বেগজনকও।
উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি উপজেলার মিরপুরে মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে বাহুবল মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। উক্ত মামলাগুলোতে বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হবিগঞ্জের সকাল পত্রিকার সম্পাদক এম সামছুদ্দিন, ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও করাঙ্গী নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, ক্লাবের সদস্য জালাল উদ্দিন আখঞ্জী, এটিএম তামিম এবং হাফিজুর রহমান মাসুককে আক্রোশমুলক ভাবে আসামীভূক্ত করা হয়। এছাড়া ওই রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সিদ্দিকুর রহমান মাসুমকে পুলিশ গ্রেফতার করে উক্ত মামলা দু’টিতে আসামী করে আদালতে চালান দেয়।