Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মোটর সাইকেলে যাত্রী বহন করে দু’শতাধিক শিক্ষিত যুবক স্বাবলম্বী

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ আজমিরীগঞ্জের শতাধিক উদ্যমী শিক্ষিত যুবক মোটর সাইকেলে যাত্রী বাহন করে স্বাবলম্বী হয়ে উঠছে। অন্যদিকে মহাগ্রাম বানিয়াচঙ্গের সাথে প্রত্যন্ত অঞ্চলের মেটোপথে জন-চলাচলে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। সরজমিনে বানিয়াচঙ্গ উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে জানা যায়, বানিয়াচঙ্গ (গ্যানিংগঞ্জ) বাজার পশ্চিমের চৌমুহনী থেকে মুরাদপুর ও আজমিরীগঞ্জে ৫৬টি মোটর সাইকেল যাত্রীবাহন কাজ করছে। প্রতি যাত্রী পিছু ১শত টাকা ভাড়া নিচ্ছে। বড় বাজার বানিয়াচং উত্তর পূর্ব ইউ.পি অফিস সামন থেকে মার্কুলী বাজার যাত্রী পিছু ২শত টাকা করে নিচ্ছে। বানিয়াচং সাবরেজিষ্টার অফিসের সামন থেকে ৫০টি মোটর সাইকেল জলসুখা ও আজমিরীগঞ্জ বাজার চলাচল করছে। যাত্রী পিছু ১শত টাকা ধার্য রয়েছে। আদর্শ বাজার থেকে পাহাড়পুর বাজার পর্যন্ত ২২টি মোটর সাইকেল চলাচল করছে। জন প্রতি ভাড়া হচ্ছে ১শত ২৫ টাকা। অন্যদিকে বানিয়াচঙ্গ থেকে হবিগঞ্জ খোয়াই মুখ জনপ্রতি ১শত টাকা ভাড়া। এ বিষয়ে তকবাজ খানী ইয়াছিন মিয়া (২৪) জানান, লেখাপড়া শেষে ৪ বৎসর যাবত মোটর সাইকেলে বানিয়াচঙ্গের প্রত্যন্ত অঞ্চলের মেটো রাস্তায় চলাচল করে যাত্রীসেবা দিয়ে আসছে। শুরুতে প্রথম বছরই সোয়া লাখ টাকা দিয়ে ক্রয় করা মোটর সাইকেলের সমুদয় অর্থ উসুল করা সম্ভব হয়েছে। প্রতিদিন তেল সহ অন্যান্য খরচ বাদে হাজার বার শত টাকা আয় করা সম্ভব হয়। তিনি বর্তমানে স্বাবলম্বী। অনুরূপভাবে আজমিরীগঞ্জের শরীফ নগরের মোঃ লিটন মিয়া (২৭), জলসুখা গ্রামের মহিবুর (৩০), আমজিরীগঞ্জের ডালিম (২৬), বিরাট গ্রামের আসাদ মিয়া (৩০) মোটর সাইকেল চালিয়ে যাত্রীসেবা দিয়ে এখন তারাও স্বাবলম্বী বলে জানান।