Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়খুল হাদীস নিজাম উদ্দীন স্মরণে লন্ডনে আলোচনা দোয়া ও মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস আল্লামা নিজাম উদ্দীন (রাহ:)এর স্মরনে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমিতে ৪ জানুয়ারী অনুষ্ঠিত হয়। সংগঠনের লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা শাহনূর মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা আল্লামা আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েখ আল্লামা আসগর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যে শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, সাবেক সভাপতি মাওলানা ফরিদ আহমদ খান, সাবেক সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারন আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা ছালেহ আহমদ হামিদী, মুফতী ছালেহ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, প্রচার সাধারন মাওলানা তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা ফজলুল হক কামালী, লাইম হাউস মসজিদের ইমাম হাফিজ মাওলানা শিব্বির আহমদ, নূর উদ্দীন একাডেমির ইমাম হাফিজ মাওলানা সাদিক, লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আবুল কালাম, মাওলানা মিসবাহুজ্জামান, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সহ সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, নিউহাম সভাপতি হাফিজ আখতার হোসাইন, টাওয়ার হ্যামলেট শাখার সাবেক সভাপতি মাওলানা শামছুল হুদা, সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন, হাফিজ লিয়াকত হোসাইন প্রমূখ। অন্যান্যে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান ইউসুফ, হাফিজ মাওলানা ইসলাম উদ্দীন, হাফিজ ওলিউর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন শায়খুল হাদীস আল্লামা নিজাম উদ্দীন আজীবন খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দোয়া মাহফিলে খতমে কোরআন ও মরহুমের দরজা বুলন্দির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।