Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হীরকজয়ন্তী উদযাপন কমিটির সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০১৫ সালে ৭৫ বছর পূর্তি উপলক্ষে “হীরকজয়ন্তী”ও প্রাক্তণ ছাত্র-ছাত্রী পুণর্মিলনী অনুষ্ঠান সুষ্টু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল বুধবার সকাল ১১টায় উদযাপন কমিটির সদস্য ও উপদেষ্টা এবং বিভিন্ন উপ-কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় “হীরকজয়ন্তী” সুষ্ঠুভাবে পালনের লক্ষে একটি উদযাপন কমিটি এবং ২১টি উপ-কমিটি অনুমোদন করা হয়। সভায় লন্ডন প্রবাসীদের নিয়ে একটি প্রবাসী শাখা গঠন করা হয়। এছাড়া আমেরিকা ও মধ্যপ্রাচ্যে আরো ২টি শাখা করার সিদ্ধান্ত হয়। রেজিষ্টেশন ফি ৫শত টাকা নির্ধারণসহ পূণর্মিলনী অনুষ্টান চলতি বছরের ডিসেম্বর মাসে একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ডাঃ আজিজুর রহমান, মাওলানা মোস্তফা আহমদ, সামছুল আলম কনা মাস্টার, মাওলানা আব্দুল হালিম, হাজী আব্দুর রূপ, সাবেক সভাপতি হাজী আতাউর রহমান, হাজী শাহানুর আলম, অধ্যাপক জয়নাল আবেদীন খান, সাংবাদিক এম,এ আহমদ আজাদ, আবুল হাসান চৌধুরী, আব্দুস সামি, বাহার আলী, হাজী বদরুল ইসলাম বকুল, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, মুরাদ আহমদ, হাজী সুহুল আমিন, শফিউল আলম হেলাল, শাহ মোস্তাকিম আলী প্রিন্স, আব্দুল হামিদ নিকসন, মহসিন আহমদ, প্রভাষক শাহিনা আক্তার, প্রভাষক ফাতেমা মোতালেব, ডাঃ রোকেয়া বেগম, মাওলানা ইউনুস আলী, জাহান চৌধুরী, সাংবাদিক সরওয়ার শিকদার, সাংবাদিক বুলবুল আহমদ, মুহিবুর রহমান তছনু, ব্যবসায়ী আবদুল মুকিত, কাজী আব্দুল বাছিদ, ফজলু মিয়া ফকির, আব্দুস সালাম, আব্দুল হাকিম, খালেদ আহমদ জজ, আলাউর রহমান, মুজিবুর রহমান, কুয়েত প্রবাসী মুজিবুর রহমান, কাচন মিয়া, আবু আহমদ চৌধুরী, সুলতান মাহমুদ, আলাউর রহমান আলআমিন, শিহাব আহমদ, তোফায়েল আহমদ প্রমূখ। সভার সিদ্ধান্ত মোতাবেক “হীরকজয়ন্তী” উদযাপনে ১টি মূল কমিটি, ১টি উপদেষ্ঠা কমিটি ও ২১টি উপ-কমিটি করা হয় এবং “হীরকজয়ন্তী” ও প্রাক্তণ ছাত্র-ছাত্রী পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির প্রবাসী শাখায় সেশন অনুযায়ী সদস্যদের ক্রমিক টিক করে কমিটি গঠন গ্রহন করা হয়। মত বিনিময় সভার পর রেজিষ্টেশন উপ-কমিটির মাধ্যমে আজ থেকে সাবেক ছাত্র-ছাত্রীদের নাম তালিকাভুক্তি কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু হবে।