Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন মেনে নেওয়া হবে না-শেখ সুজাত

প্রেস বিজ্ঞপ্তি ॥  নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি’র চেয়ারপারসন  খালেদা জিয়া ঘোষিত ৬০ঘন্টা হরতালের ৩য় দিনে গতকাল সারাদিন নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং শেষে বিকাল ৪টায় হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ  মিলিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম ও ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি অবিলম্বে খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যতায় কঠোর আন্দোলনের দাবী আদায় করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ মুশাহীদ আলী, নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর যুবরাজ গোপ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুর্শেদ আহমদ, বিএনপি নেতা রশময় শীল, পৌর জামায়াতের সেক্রেটারী আহমদ হোসাইন, জমিয়ত নেতা মাওঃ আব্দুর রকিব হক্কানী, উপজেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর এটি এম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ চৌধুরী রিপন, আব্দুল বাচিত রাসেল, আব্দুর রকিব, হাফিজুর রহমান, এমদাদুর রহমান লেবু, একে আজাদ লেবু, আব্দুশ শহিদ, ফরান আহমদ ছানু, মিজানুর রহমান মিজান, মাহবুব খান, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমেদ, আব্দুল শাহেদ, আবুল কালাম মিঠু, নাজির আহমদ চৌধুরী, ছমিরুল হক, ওয়াহিদুজ্জামান জুয়েল, এনামুল হক, শাহেদ আহমদ তালুকদার, শাহ্ রুহেল আহমেদ, আমির হোসেন, মোজাহিদুল ইসলাম, অলিউর রহমান অলি, জিয়াউল ইসলাম জিয়া, মোঃ হোসাইন আহমদ, আকবর আলী, রাজন রায়, সুমন আহমদ, আজিল চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, আনসার মিয়া, আনকার মিয়া, ফকিরুল মিয়া প্রমুখ।