Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুতাং বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ডাকঘরসহ ১৭টি দোকান পুড়ে ছাই ॥ ক্ষতি কোটি টাকার

স্টাফ রিপোর্টার ॥ সুতাং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সুরাবই ডাকঘরসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। গত রবিবার সকাল ১০টার দিকে জিলু মিয়ার বেডিং স্টোরের তুলার মেশিনের মটর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে হবিগঞ্জ ও মাধবপুর থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ডাকঘরসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুরে যাওয়া মার্কেটের মালিক মোল্লা এন্টারপ্রাইজের পরিচালক গোলাম সারোয়ার উদ্দিন বাবলু জানান আমার ব্যবসা প্রতিষ্টান মোল্লা এন্টারপ্রাইজ মোল্লা অটোরাইছ মিলসহ আমার পুরে যাওয়া মার্কেট এর প্রায় চল্লিশ লাখ টাকার মালামাল সম্পূর্র্ণ পুড়ে গেছে। আগুনে পুরে যাওয়া দোকানগুলো হচ্ছে- কালু মিয়া মেইকার, বিআরটিসি অনুমোদিত সারের ডিলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সদস্য মোঃ সমুজ আলীর সার ও কিটনাশকের দোকান, মোঃ জিলু মিয়ার বেডিং স্টোর, মনু মিয়ার মুদি দোকান, মনতলা হোমিও র্ফামেসী, মামুন মিয়ার কম্পিউটারের দোকান, আহাদ মিয়ার কাপড়ের দোকান, বাবুল সরকারের ফার্নিছার দোকান ও কারখানা, ডাক্তার আরজু মিয়ার র্ফামেসী ও চেম্বার, মকছুদ মিয়ার মুদি দোকান, তাহের মিয়ার ওয়েলডিং দোকান ও ওর্য়াকসপ, নজরুল মিয়ার সারের দোকান, মামুন ট্রেডার্স দোকান।