Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে নবী প্রেমি লাখো জনতার ঢল

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হবিগঞ্জ শহরে দলমত নির্বিশেষে লাখো জনতার অংশ গ্রহণে বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে জশনে জুলুছটি বের হয়। ভোর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন দরবার শরীফের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে খন্ড খন্ড মিছিল চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। সকাল ১০টায় সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মোঃ রইছ মিয়ার নেতৃত্বে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিমতলায় এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর লাখাই আসনের  সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী এম এ জলিলের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ জাহির হোসাইন। প্রিয় নবীর শানে নাত পরিবেশন করেন পীরে তরিকত মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সদস্যসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ারে আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, চেম্বার প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা জতীয় পার্টির সাধারন সম্পাদক জালাল উদ্দিন খান, অধ্যক্ষ মাওলানা আফছর আহমদ কাউছারী, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা ফারুক মিয়া, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম নুরী, খান্দুরা দরবারের পীর সৈয়দ সোহেল আব্দাল, আলহাজ্ব মোঃ আবুল হোসেন আকল মিয়া, শেখ শামছুল হক তালুকদার প্রমূখ। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তিকামনা করে মিলাদ কিয়ামের মাধ্যমে মোনাজাত পরিচালনা করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরী।