Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ ১০ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ এবং দেশব্যাপী কালো পতাকা মিছিলের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম এর নেতৃত্বে গতকাল সোমবার শহরের ২নং পুল হতে মিছিলটি শুরু করে শায়েস্তানগর বাজার পয়েন্টে আসা মাত্র পুলিশ মিছিলটিকে ধাওয়া করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম সহ ১০ জন নেতাকর্মী আহত হন। মিছিলে অংশগ্রহণকারীগণ হলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়ার আবুল হাসিম, মোহাম্মদ নাহিজ, মোঃ ফজলুর রহমান, এডভোকেট কামরুল হাসান চৌধুরী, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ক্বারী কবির হোসেন, মৌলানা কাশেম বিল্লাহ নোমান, শামসুল ইসলাম মতিন, সর্দার এম.এ মন্নান, আবুল কালাম আজাদ, মোঃ সাহাব উদ্দিন, এস.এম মানিক, হাবিবুর রহমান, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মহিবুল ইসলাম সোহেল, মোঃ তারা মিয়া, মঈনুল ইসলাম পারভেজ, সোয়েব চৌধুরী, আব্দুল ওয়াহেদ আঞ্জব, রহমত আলী, সালেহ আহমদ, আব্দুর রউফ, সোহেল আহমেদ, ছালেক খান, আব্দুল হামিদ, উজ্জল আহমেদ, শংকর বণিক, ইউনুছ মিয়া, সুমন মিয়া, মনিরুল হাসান হীরা, আব্দুর রহমান, আব্দুল ওয়াহিদ, লিটন সরকার, নূরুল ইসলাম, জলিল মিয়া, জুয়েল আহমেদ, সাদ্দাম হোসেন, বাদল চৌধুরী, আব্দুল হালিম, মখলিছুর রহমান, সোহাগ মিয়া, আফজাল মিয়া, এস.এম রমজান, আব্দুল ওয়াহিদ, ছালেক আহমেদ, সোহেল আহমেদ, মিলন মিয়া, উমান মিয়া, শামীম মিয়া, রাসেল মিয়া প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে গণতন্ত্রকে হত্যা করা যাবেনা। গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ দূর্বার গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাবে।