Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সংঘর্ষে আহত ৩০

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধর দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত: ৩০ জন আহত হয়েছে। গতকাল সকালের দিকে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াখাই গ্রামের হাওরে কিছু পঞ্চায়েতি জমি নিয়ে ইসলাম উদ্দিন ও রবি দাসের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিপূর্বে একাধিকবার সংঘর্ষ হয়েছে এবং মামলা মোকদ্দমাও চলে আসছে। গতকাল সোমবার সকালে স্থানীয় গাঞ্জুরার পাড় হাওরের জমিতে রবি দাসের লোকজন কাজ করতে গেলে ইসলাম উদ্দিনের পক্ষ বাধা দেন। এনিয়ে বাধানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে গিয়াস উদ্দিন (৬৫), আব্দুল হক (৭০) ও জুয়েল মিয়া (৩৫)কে সিলেট এবং বাকী আহত বাচ্চু মিয়া (৩৫), আমীর উদ্দিন (৩০), আছদ্দর মিয়া (৬০), আনারুল মিয়া (৪০), আল আমীন (৩৫), সারজু মিয়া (৪৫), কাউছার মিয়া (৩০), ইসলাম উদ্দিন (৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবেও চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে আমড়াখাই গ্রামের ইসলাম উদ্দিন জানান, গ্রামবাসীর তালুকের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের নিরস্ত্র লোকজন গুরুতর আহত হয়েছে। অপর পক্ষের রবী দাশ গ্রামবাসীর তালুকের ওই জমি দাবী করে জানান, জমিটি বর্গা দেয়া হয়েছে। বর্গাচাষী জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন মারমূখী অবস্থান নেয়। ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।