Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা বিএনপি’র কালো পতাকা মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রেজভী সহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে এবং গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রশীদ এমরান ও অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম এর নেতৃত্বে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের মুসলিম কোয়ার্টার সম্মুখ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন হাসপাতাল সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, হাজী ফজলুর রহমান টেনু, মোহাম্মদ আলী মুছা, এডভোকেট আফজাল হোসেন, ফারুক মিয়া, দেলোয়ার হোসেন দিলু, এস.এম আউয়াল, মোঃ নানু মিয়া, আজম উদ্দিন, তুষার চৌধুরী, মুকিম চৌধুরী, জহিরুল হক শরীফ, জহিরুল ইসলাম সেলিম, আব্দুল আহাদ আনসারী, আবুল কাশেম, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম, আক্কাছ আলী, আলমপনা চৌধুরী মাসুদ, শাহ আজিজুর রহমান, মীর দুলাল, সাইফুল ইসলাম রাজ, ফেরদৌস আহমেদ, সোহাগ লস্কর, ইকরাম খান, তাজুল ইসলাম, মোহাম্মদ আলী সিপন, মঞ্জুর উদ্দিন মঞ্জু, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান পলাশ, সেলিম আহমেদ, গোলাপ মিয়া, হারিছ মিয়া, আজিম উদ্দিন, আব্দুস সাত্তার, ফজলুল ইসলাম, মিজানুর রহমান সোহেল, আবিদুর রহমান বুলবুল, খায়রুল আমিন, আলামিন, মোহাম্মদ আলী সেলিম, জামিউর রহমান জামি, শেখ মহিবুল তানিম, আরজান বিল্লাল, নাঈম আহমেদ, সোহেল আহমেদ, রাশেদুজ্জামান রকি, দেলোয়ার হোসেন রানা প্রমূখ।
সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুলিশ বাহিনী কর্তৃক দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কবির রেজভী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে চলমান গণতন্ত্র উদ্ধারের আন্দোলনকে ব্যাহত করা যাবে না। এছাড়া বক্তারা বলেন হবিগঞ্জে পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি, হামলা ও গণ গ্রেফতার এই জনপথকে অগ্নিকুন্ডে ধাবিত করবে। যার উত্তাপ সহ্য করার ক্ষমতা পুলিশের থাকবে না।