Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২ দল দেশ শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে-এমপি মুনিম চৌধুী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যার পর বার লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডঃ জাবেদ আলী, ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, মাহমুদ চৌধুরী, আ.ক.ম. উস্তার তালুকদার, সহ-সাধারণ সম্পাদক শফি আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডঃ সালেহ উদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহাব, হাজী ফরিদ উদ্দিন, গাজী মিছবা উদ্দিন, কদর আলী মোল্লাহ, মোঃ মনির হোসেন, মুহিত চৌধুরী, শাহজাহান তালুকদার, মকসুদুজ্জামান খান, গৌরাঙ্গ চন্দ্র সরকার, হারুনুর রশিদ, এমরান আহমেদ, ওয়ারেন্ট অফিসার (অব) আবেদ খান, মোঃ ফরিদ মিয়া, আফরুজ আফগান তালুকদার, রজব আরী, মুরাদ আহমেদ প্রমুখ।
সভায় এমপি মুনিম চৌধুরী বাবু বলেন-আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে ক্ষমতা গ্রহণ করতে চায়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির অবসান হবে। উন্নয়নের জোয়ার আবার বইতে শুরু করবে।  তিনি বলেন, দুই দল দেশ শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন-দেশে আজ গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিল। ৯০ এর পর থেকেই আওয়ামীলীগ ও বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টিকে ব্যবহার করেছে।