Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদর্শ মানুষ গড়তে রোভার স্কাউটিং এর বিকল্প নেই-জেলা প্রশাসক

জালাল উদ্দীন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ঃ জহুরচান বিবি মহিলা কলেজে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গত ৩১ অক্টোবর দুপুর ২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাম্প চীপ শামীমা আক্তার স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপি বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। ১০টি সেশনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন চট্রগ্রাম জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যাপক মোঃ কামাল উদ্দীন এ এল টি, সহকারী কমিশনার জনাব রুহুল আমীন খান, হবিগঞ্জ জেলা রোভার স্কাউটস লিডার সামছুল আলম, সহকারী কমিশনার প্রভাষক জাহিদ আহমদ, শচীন্দ্র ডিগ্রি কলেজের আর এস এল রঞ্জিত কুমার দাশ, হবিগঞ্জ মুক্ত স্কাউটস এর স্কাউটস লিডার আবু সাইদ মোঃ আবুল কাসেম, প্রমুখ। পহেলা নভেম্বর সন্ধ্যা ৭.৩০মিনিটি কলেজ প্রাঙ্গনে গার্ল-ইন-রোভারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মহা তাবুজলসা। অনুষ্ঠানটি পরিচালনা করেন,জেলা রোভার স্কাউটস এর নির্বাহী সদস্য ও জহুরচান বিবি মহিলা কলেজের গ্র“প সম্পাদক ডেপুটি ক্যাম্প চীপ প্রভাষক জালাল উদ্দীন রুমি।