Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে গোপলার বাজার এডুকেশনের বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার এডুকেশন ফোরামের উদ্যোগে গতকাল শনিবার সকালে দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুলের মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। লন্ডন প্রবাসী আব্দুল মুত্তাদিরের অর্থায়নে ১০নং দেবপাড়া ইউনিয়ন ভবন কমপ্লেক্সের হল রোমে ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন, রুস্তমপুর নয়মৌজা সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাজ্জাদুর রহমান, সিনিয়র সাংবাদিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, তিমিরপুর সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাজ্জুল হক। এতে বক্তব্য রাখেন, গোপলার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, কমরু মিয়া, আউশকান্দি বাজার ব্যবসায়ী প্রচার সম্পাদক আব্দুল মুকিত, আবুল হোসেন, নুরুল ইসলাম, আব্দুর রহমান, ছালিক মিয়া, সাবেক জনতা ব্যাংকের ম্যানাজার মিয়া হোসেন, ইউপি সদস্য শাহ সুজন মিয়া, মোঃ জমসেদ মিয়া, জামাল হোসেন, সোহেল আহমদ, রুমান আহমদ, আব্দুল কাইয়ুম, আবুল হাসান আল রাসেল, শফিকুর রহমান মুন্নার, হাবিবুর রহমান, শিহাব আহমদ, মোছা আহমদ, সেলিম আহমদ, বশির আহমদ, কবির হোসেন, জুয়েল মিয়া, জাহান আহমদ, সুমন মিয়া, ফুল মিয়া, মহশিন আহমদ, মাহিদ, নজমুল আহমদ, রায়হান আহমদ, নাসির আহমদ, জাহাঙ্গীর আলম, ফাহিম আহমদ, মুহিবুর মিয়া, কাওছার আহমদ, মাহফুজ মিয়া, জাবে বৃত্তি প্রদান অনুষ্টানে ২৫জন ছাত্র/ছাত্রীকে নগদ ১হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।