Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে পুলিশের অভিযানে ১০টি মোটর সাইকেল আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চোরাই মোটর সাইকেলের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই মোটর সাইকেল এনে এক শ্রেনীর লোক বিভিন্ন সংগঠনের স্টিকার লাগিয়ে ব্যবহার করার ফলে আইন শৃঙ্কলা বাহিনীর ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে জয়দেব কুমার ভদ্র যোগদান করার পর থেকেই চোরাই মোটর সাইকেল আটক করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। এর পর থেকে পুলিশ শহর ছাড়াও জেলা সদরের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে চোরাই সাইকেল আটকে তৎপর হয়ে উঠে। গত ১ মাসে ৩ শতাধিকেরও বেশি চোরাই মোটর সাইকেল আটক করা হয়েছে। পুলিশের তল্লাশীর কারণে চোরচক্র প্রায় প্রতিদিনই পাল্টাচ্ছে তাদের কৌশল। তারা প্রেস, পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে মোটর সাইকেলগুলো ব্যবহার করছে।
গতকাল শুক্রবার বিকেলে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ থানার মোড়ে চেকপোষ্ট বসিয়ে অর্ধশতাধিক মোটর সাইকেল তল্লাশী করেন। এর মধ্যে ১০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। মামলা দেয়া হয়েছে দু’টির বিরদ্ধ। পুলিশ জানায়, তাদের অভিযান প্রতিদিনই চলবে।