Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’চাচাতো ভাইয়ের পরিবারে সংঘর্ষ ॥ দুই জন গুলিবিদ্ধসহ আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ঘর দখলকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বিকেলে গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এক পক্ষ হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহনাজ ও অপর পক্ষ হচ্ছেন শাহনাজের চাচাতো ভাই জিতু মিয়া মেম্বার। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে-সাবেক চেয়ারম্যান শাহনাজের আপন ভাই এবং জিতু মিয়া মেম্বারের চাচাতো ভাই ও ছোট বোনের জামাই আলী নোয়াজ প্রায় ১ বছর আগে মারা যান। এরপর আলী নোয়াজের স্ত্রী অর্থাৎ জিতু মিয়া মেম্বারের ছোট বোন মিলন বেগম লন্ডন যাওয়ার সময় বড় ভাই জিতু মিয়ার কাছে ঘরটি সমজিয়ে দিয়ে যান। এর পর থেকে জিতু মিয়া মেম্বার ওই ঘরে বসবাস করছেন। এদিকে আলী নোয়াজ মারা যাওয়ার পর তার ভাতিজা শাহনাজ চেয়ারম্যানের ছেলে রাসেল ওই ঘরটি নিজেদের দাবী করে দখলের চেষ্টা করে। এ নিয়ে সালিস বৈঠক হলেও মিমাংসা হয়নি। গতকাল পুলিশের মাধ্যমে ঘরটি দখলের চেষ্টা করে রাসেল। কিন্তু পুলিশের মাধ্যমে দখল করা সম্ভব হয়নি। পুলিশ চলে যাওয়ার পরপরই রাসেলসহ তার লোকজন হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে রাসেল তার বন্দুক দিয়ে গুলি ছুড়ে ঘরটি দখলে নিয়ে নেয়। এ সময় গুলিবিদ্ধ হয় আলাউর রহমান ও তারেক নামে দু’ব্যক্তি। এছাড়া মারপিটে আহত ওয়ারুপ মিয়া ও জিতু মিয়াকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় আলাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের উপস্থিতিতে কোন মারামারি হয়নি।