Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ সরকারী কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম জেলা কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সদরের সকল সরকারী অফিসের  কর্মচারীগণ এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গতকাল বিকাল ৫টায় কালেক্টরেট ক্লাব ক্যানটিনে এক মতবিনিময় সভায় মিলিত হন। বালাদেশ সরকারী  কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আবদাল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ মতিনের সার্বিক পরিচালনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জজ কোর্টের পক্ষ থেকে ইমরুল চৌধুরী, ডিসি অফিসের পক্ষ থেকে আবদুল্লাহ আল মুকিত, এম এ খালেক, এম এ সামাদ, নূরুর রহমান, নূর মোহাম্মদ, গনপূর্ত বিভাগের পক্ষ হতে  নূরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের পক্ষ হতে উজ্জল উল্লাহ খান, আধুনিক হাসপাতালের পক্ষ হতে শেখ জাহির মিয়া, খাদ্য অফিসের পক্ষ হতে আবদুর রহমান বাবুল, গাড়ী চালক সমিতির পক্ষ হতে সাধন বড়–য়া, যুব উন্নয়ন অফিসের পক্ষ জামাল উদ্দিন, জেলা মৎস্য অফিসের পক্ষ হতে সিরাজুল আবদাল মামুন , প.প. বিভাগের পক্ষ হতে কামাল মিয়া ও শাহজাহান মিয়া, সমবায় অফিসের পক্ষ হতে আবদুর রশিদ, ইফার পক্ষ হতে মাজেদুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মোঃ ফজলু মিয়া, সমাজ সেবা অফিসের কাজল খন্দকার ও কালেক্টরেট ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি সাহেদ আলী প্রমূখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক  মোঃ নজির হোসেন। সভায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত পদবী পরিবর্তন, বেতন স্কেলের বৈষম্য দূরিকরণসহ বেতন স্কেল ১ঃ৫ অনুপাতে সর্ব নিম্ন ১৬০০০/- টাকা এবং সর্বোচ্চ ৮০,০০০/- টাকা বেতন স্কেল নির্ধারণ করা এবং কর্মকর্তাদের ন্যায় প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান এ ৩টি দাবী সর্ম্পকে বিশদ আলোচনা করা হয় এবং অবিলম্বে দাবী সমূহ বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়। সভায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আগামী ৫-৬ জানুয়ারি‘২০১৫ কালোব্যাজ ধারণ, ১১-১৩ জানুয়ারি ১৫ সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা এবং ১৮-২০ জানুয়ারি ১৫ সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি এবং স্ব-স্ব দফতরে সমাবেশ, ২৪ জানুয়ারি ১৫ সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সকল সরকারী কর্মচারীগণকে অনুরোধ জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ের সিএ মোঃ আবদাল করিমকে আহ্বায়ক এবং সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী  মোঃ শাহ আলমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।