Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঋন থেকে মুক্তি পেতে ৩ মাসের অবুজ শিশু কন্যাকে বিক্রির চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ ঋনের বেড়াজাল থেকে মুক্তি পেতে ৩ মাসের শিশু কন্যাকে বিক্রি চেস্টা কালে সাংবাদিক মুজিবুর রহমানের হস্তক্ষেপে রক্ষা পেয়েছে।
জানা যায়, গত ৩ বছর পূর্বে বানিয়াচঙ্গের বরকান্দি গ্রামের আলী সুন্দরের কন্যা রোজিনা বেগমের (২১) বিয়ে হয় চুনারুঘাটের কলেজ রোডের হাতুন্ডা গ্রামের আব্দুল হাই এর পুত্র রিজন মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে রোজিনাকে প্রায়ই পিতার কাছ থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে সে তার পিতার কাছ থেকে পর্যায়ক্রমে ৫০ হাজার টাকা এনে দেয়। পরে স্বামী রিজন স্ত্রী রোজিনাকে নিয়ে শহরের গরুর বাজারে ১টি বাসা ভাড়া করে থাকে। বাড়ীর মালিকের ৩ মাসের ভাড়া পরিশোধ না করে সে বাসা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। অন্যান্য পাওনাদার এ সংবাদ পেয়ে তাকে খোজতে থাকে। এ অবস্থায় রোজিনা পিত্রালয়ে চলে যায়। এদিকে গতকাল শিশু বৃষ্টি (৩ মাস) ডায়রিয়ায় আক্রান্ত হলে তার মা তাকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসে। খবর পেয়ে রিজন হাসপাতাল এসে জোর পূর্বক শিশু সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে চলে যায়। সন্তানের জন্য মা রোজিনা প্রাগল প্রায়। এ অবস্থায় সাংবাদিক মুজিবুর রহমান ঘটনাটি অবহিত হয়ে অনেক চেষ্টায় পর রিজনের সাথে যোগাযোগ করে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন। মা তার সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন।