Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রত্যয় উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহযোগীতায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লিগ্যাল এইড কমিটির আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ আব্দুল মুবিন চৌধুরী বাবু। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও জেলা লিগ্যাল এইড কমিটির এনজিও প্রতিনিধি মোঃ মঈন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফআইবিডিভি প্রতিনিধি মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, বারিন্দ্র চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকার্তা সুমনা আল মুজিদ প্রমুখ।
সভায় প্রধান অথিতির বক্তব্যে এম এ আব্দুল মুবিন চৌধুরী বাবু এমপি বলেন, তৃনমুল পর্যায়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার সকল অধিকার বঞ্চিত দরিদ্র মানুষের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে বিভিন্ন প্রচারণা ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন। সভাপতির বক্তব্যে বাহুবল উপজেলার চেয়ারম্যান মোঃ আব্দুল হাই দরিদ্র জনগণ যাতে বিনামূল্যে আইনী সহায়তা পায় সে বিষয়ে উপজেলা লিগ্যাল এইড কমিটির সকল সদস্যগণকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাহুবল থানার অফিসার্স ইনচার্জ আলী ফরিদ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলার সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেত্রীবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ।
সভায় বক্তারা বলেন, দরিদ্র গরীব মানুষের বিনা মূল্যে আইনী সহায়তা প্রদানে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও লিগ্যাল এইড সেবাকে তৃনমূল পর্যায়ে পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।