Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সংঘর্ষে নিহত ১ গুলিবিদ্ধসহ আহত ৫০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের উমৃতা গ্রামে দু’দলের সংঘর্ষে সিরাজুল হক (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্ততঃ ৫০ জন। সংঘর্ষে দেশীয় মরণাস্ত্রসহ একটি পক্ষ বন্দুক ব্যবহার করে। নিহত সিরাজুল ওই গ্রামের মুখলিছ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম ও টিমু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতিকালে এ বিরোধ চরম আকার ধারণ করে। গতকাল সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় মরণাস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে মুজহিদের পক্ষের লোকজন টিমু মিয়ার বাড়ি ঘেরাও করে ফেলে। এ সময় টিমু মিয়ার পক্ষ থেকে বন্দুকের গুলি ছুড়া হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ সময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে মুজাহিদের পক্ষের সিরজুল হক ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বজলু (৪০), কাইয়ুম (৩২), সেলিম (২৬), তাহের (২৯), কদ্দুছ (২৮), শাকির (৩০), ইদ্রিছ (৩২), আব্দুল হক (৫২), সায়েল (২৮), কামরুল (৩২), জাহেদ (৩০), বাবুল (৩২) ও আলফু মিয়া (৪২)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ কয়েকজনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামে পঞ্চায়েতি জলমহালসহ বিভিন্ন বিষয় নিয়ে দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মুজাহিদুল ইসলাম ও অপর পক্ষে নেতৃত্বে দিচ্ছেন টিমু মিয়া। জলমহালের পঞ্চায়েতের টাকা মুজাহিদের পক্ষের সেলিম মিয়ার কাছে জমা রয়েছে। সাম্প্র্রতিককালে এ টাকা উদ্ধার করার জন্য টিমু মিয়ার পক্ষ বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে। এ নিয়ে গত শুক্রবার দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল সকাল ১১টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।