Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে প্ল্যান অনুর্দ্ব-১৫ মহিলা ফুটবল টুর্ণামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে প্ল্যান অনুর্ধ ১৫ মহিলা ফুটবলের সুরমা অঞ্চলের খেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের জালাল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় নরসিংদী জেলা দল ২-১ গোলে সিলেট জেলা দলকে পরাজিত করে। খেলার ১৯ মিনিটে নরসিংদীর মাহমুদা আক্তার এবং ৬৩ মিনিটে লিপি আক্তার গোল করেন। ৬৯ মিনিটে সিলেটের শ্যামলী ১টি গোল পরিশোধ করেন। দ্বিতীয় খেলায় নারায়নগঞ্জ জেলা দল ৭-১ গোলে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে। ১ম খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন- আবু সাঈদ রনি, সাজ্জাদ হোসেন, জসিম মিয়া, এম এম লিটন এবং দ্বিতীয় খেলায় রেফারী ছিলেন- এম এম লিটন, আব্দুল মতিন, ফেরদৌস আহমেদ, জসিম মিয়া। খেলায় ধারাভাষ্য দেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিউল আলম শাফি। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান। নক আউট ভিত্তিক এ টুর্নামেন্টে ৮টি জেলা অংশ নিচ্ছে। দলগুলো হলো-নরসিংদী, সিলেট, নারায়নগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ ও নেত্রকোণা। ৫ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জেলা ফুটবল এসোসিয়েশন সহ সভাপতি শহীদুর রহমান লাল, সালেহ আহমেদ এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আলহাজ্ব মুক্তার হোসেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ূন কবির শাহেদ, আবুল কালাম ও বাফুফে কর্মকর্তা সেলিম আহমেদ প্রমুখ।