Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ বাজারে সংঘর্ষ সোমবার সালিস বৈঠক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে দু’গ্রামবাসীর সংঘর্ষের বিষয়টি মিমাংসার জন্য আগামী সোমবার সালিস বসছে। সকাল ১০টায় ইনাতগঞ্জ বাজারে সালিস বসার কথা হয়েছে। গত বৃহস্পতিবার সংঘর্ষের পর রাতে ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ও এলাকাবাসী উদ্যোগী হয়ে ইনাতগঞ্জ বাজারে চেয়ারম্যান এর প্রাইভেট অফিস কক্ষে দু’পক্ষকে নিয়ে এক আলোচনায় বসেন। আলোচনার পর উভয় পক্ষই সালিসে বৈঠকে বসার সম্মতি দেন।
গত বৃহস্পতিবার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে লালাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র এলাইছ মিয়া ও তার চাচাতো ভাই ফয়জুরকে নোয়াগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র জুয়েল মিয়াসহ কয়েক যুবক মিলে বেধড়ক মারপিট করে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে লালাপুর গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসে। খবর পেয়ে অপর পক্ষ ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাজারে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি ও মালামাল খোয়া যায়। স্থানীয়রা জানান, লালাপুর গ্রামের পক্ষে ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলিম উদ্দিন এবং নোয়াগাঁও গ্রামের পক্ষে রয়েছেন ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী।