Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষ পুলিশসহ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দুই গ্রামের লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধাশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের ক্ষতির পরিমান প্রায় ৫লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে লালাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলিম উদ্দিনের ভাগ্নে এলাইছ মিয়া ও তার চাচাতো ভাই ফয়জুরকে বিকেল সাড়ে ৪টার সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদীর ভাতিজা মৃত গিয়াস উদ্দিনের পুত্র জুয়েল মিয়াসহ ২০/২৫ জন যুবক অনুষ্ঠান স্থলে মারপিট করে। এক পর্যায়ে এরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। সন্ধ্যায় লালাপুর গ্রামের এলাইছসহ কয়েকজন মাসুদ আহমদ জেহাদীকে ইনাতগঞ্জ পূর্ব বাজারে নাজেহাল করেন। এর প্রতিবাদে মাসুদ আহমদ এর লোকজন হাজী হেলিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্টানে হানা দিয়ে তাকে নাজেহাল করার চেষ্টা করে। এ খবর পেয়ে লালাপুর গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসে। খবর পেয়ে অপর পক্ষও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে আসে। শুরু হয় ইনাতগঞ্জ বাজারের মেইন গলিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। প্রায় দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইট পাটকেল ও বোতল ব্যবহার করা হয়। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ প্রাণপন চেষ্ঠা করেও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এ সময় গোটা বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দিগবিদিগ ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যান। এক পর্যায়ে নোয়াগাঁও গ্রামবাসী পিছু হটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় দু’জন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষ চলাকালে প্রায় ৩০/৩৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান প্রায় ৫লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে লালাপুর গ্রামের এলাইছ মিয়া (৩০), ফয়জুর রহমান (২৮), হোসাইন (২৫), ছুবেদ মিয়া (৩২), ছুনুর মিয়া (৩৫)। নোয়াগাঁও গ্রামের আক্তার হোসেন (১৭), সুমন (১৮), রুবেল আহমদ (২৫), রুহুল মিয়া (২০), জুনেল (১৭), রেজাউল হক (২২), সোহান (১৫), হাসাদ (২৫) আহত জন। আহত পুলিশ সদস্যরা হলেন জসিম উদ্দিন (৩৫) ও হাফিজুর রহমান হাফিজ (৩৭)। নিরপেক্ষ ব্যবসায়ী সিরাজ মিয়া (৩৮) গুরুতর আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময় যাদের ব্যবসা প্রতিষ্ঠানে মালামালসহ নগদ টাকা খোয়া গেছে তারা হলেন বৈশাখী সু ষ্টোর, জুনুর মিয়া, দেলোয়ার হোসেন, মীনা ফ্যাশন, তাজুল ষ্টোর, কাশেম মিয়ার দোকান, সাদাত, আশিক, আবু সায়েদ, সুবাষ ঘোষ, সেলিম ও মইনুলের ব্যবসা প্রতিষ্টান। এছাড়াও বশর মিয়ার নির্মানাধীন একটি বিল্ডিংয়ের কয়েক শত ইট খোয়া গেছে। এসব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ক্ষতি পূরণের দাবী জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ইনাতগঞ্জ বাজারে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।