Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন চেয়ারম্যান জাবেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোঃ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ইজাজ, এডভোকেট মাসুম আহমেদ জাবেদ (জাবেদআলী), আনোয়ারুর রহমান, আবুল খয়ের গোলাপ, সমর চন্দ্র দাশ, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ও নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১৪ সালের বিদায়ী সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর। নির্ধারিত সময়ে কোরামপূর্ন হলেও কোন ইউপি চেয়ারম্যান সভায় উপস্থিত র্ছিলেন না। পরে উপজেলা চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাখে ফোনে আলাপ করে জানানো হয় দেবপাড়া ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে আসামী করে তদন্ত ছাড়া নবীগঞ্জ থানায় ধানচুরির একটি মামলা রেকর্ড হওয়ায় ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান সমিতি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বর্জনের হুমকি দেন। পরে কিছু সময়ের জন্য সভা স্থগিত রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাস্থল ত্যাগ করে ইউপি চেয়ারম্যানদের নিয়ে তাঁর অফিস কক্ষে একটি বৈঠক করেন। ওই বৈঠকে বিস্তারিত আলোচনার পর ইউপি চেয়ারম্যানগণ আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। সভায় যোগ দিয়ে দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ তাঁকেসহ ৯ জনকে আসামী করে একটি মিথ্যে মামলা রেকর্ড হওয়ার বিষয়টি সভায় অবহিত করলে ইউপি চেয়ারম্যানগণ ক্ষুব্ধ হয়ে বক্তব্য রাখেন। তারা বলেন কোন তদন্ত ছাড়া একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যদি থানায় মামলা রেকর্ড হয় তাহলে মানসম্মান ক্ষুন্নসহ নানা সমস্যার সৃষ্টি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানগণ বলেন ইউপি চেয়ারম্যানগণ স্বস্ব ইউপির আইনশৃঙ্খলা কমিটির সভাপতি। কিন্তু সভাপতির বিরুদ্ধে যদি মিথ্যে মামলা রেকর্ড হয়ে যায় তাহলে মানুষের নিরাপত্তা আজ কোথায়। ইউপি চেয়ারম্যানগণ দেবপাড়া ইউপি চেয়ারম্যানের উপর রুজুকৃত মিথ্যে মামলাটি নিঃশর্তভাবে প্রত্যাহারের নিশ্চয়তাসহ দাবি জানান, অন্যথায় পুলিশকে কোন সহযোগিতা করা হবেনা এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউপি চেয়ারম্যানগণ অংশ নেবেননা মর্মে হুমকি দেন। পরে অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী মামলা রুজুর আগে ও পরে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদের সাথে তার আলাপ হয়েছে এবং ইউপি চেয়ারম্যানকে পুলিশ কোন হয়রানি করবেনা বলেও নিশ্চয়তাসহ মামলার অভিযোগ থেকে ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্র“তি দেওয়ার বিষয়টি সভায় তুলে ধরেন। পরে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলাটি প্রত্যাহরের আশ্বাস দিলে ইউপি চেয়ারম্যানগণ তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেন।