Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

বানিয়াচং প্রতিনিধি ॥ স্বাধীনতার পর এবারই বানিয়াচঙ্গে জাকজমকপূর্ণভাবে বিজয় দিবস উদযাপিত হলো। বানিয়াচঙ্গ উপজেলা সদরের সকল প্রাইমারী স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদশনী ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও স্কুলের অভ্যন্তরীন মাঠে মেয়েরা ও পর্যটন মাঠে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং পুরষ্কার বিতরনী অনুষ্টান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান এর সমন্বয়ে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনী ও ২ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সুশৃংখলভাবে সকল কর্মসূচি পালনে সার্বক্ষনিক সহযোগিতা করেন। মাহাগ্রাম বানিয়াচঙ্গের অন্তত ১০ হাজার দর্শক শ্রোতা বিজয় দিবসের অনুষ্ঠানাদি উপভোগ করে। হাইস্কুল মাঠে বিরাট সুসজ্জিত প্যান্ডেলে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা এবং পুরষ্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান। কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ ও শিক্ষা অফিসার কাওছার শোকরানা এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা নমীর আলী, আব্দুল কাদির তোফানী, অনন্ত কুমার দাস, অসিত বরন রায়, নিশিকান্ত তালুকদার, রেজাউল মোহিত খান, সামসুল কিবরিয়া লিলু, ফজলে নকীব মাখন প্রমুখ। অপরদিকে শহীদ সায়ীদুল হাসান গণকেন্দ্র পাঠাগার কর্তৃপক্ষ বিজয় দিবস উপলক্ষে কামালখানী পাঠাগার মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করেছে। ব্র্যাকের পিও ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক। বক্তৃতা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, আবু লাল দাস, ব্র্যাক সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।