Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

স্টাফ রিপোর্টার ॥ গত ২ দিনের প্রচন্ড ঠান্ডায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগ বালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে শিশুসহ সব বয়সের প্রায় শতাধিক রোগী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এক নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলো লোকজনে ঠাসা। তিল ধারণের ঠাই নেই। অনেকে দাড়িয়ে, কেউ কেউ জায়গা না পেয়ে বসে আছেন।
কেউ বিছানা ছাড়াই মেঝেতে পড়ে রয়েছে। নার্স, ডাক্তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এ সময় তারা গরম কাপড় পড়ার পরামর্শ দিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এখলাসুর রহমান, মাত্রাতিরিক্ত ঠাণ্ডা সাধারণত শিশুদের স্বাস্থগত ঝুঁকি বাড়িয়ে দেয়। এ সময় অভিভাবকরা সচেতনতার পরিচয় না দিতে পারলে শ্বাসতন্ত্রের জটিল রোগাক্রান্ত হয়ে শিশুর মৃত্যুও ঘটতে পারে। ঠাণ্ডার পাশাপাশি শীতের সময় বাতাসে ধূলাবালির পরিমাণ বেশি থাকাও শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকি বৃদ্ধির কারণ বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আয়নাল হোসেন বলেন, ঋতু পরিবর্তনের এই ধারায় শিশুদের রোগমুক্ত রাখতে হলে অবশ্যই শিশুর দিকে লক্ষ্য রাখতে হবে যেন ঠাণ্ডায় নাক বন্ধ না হয়ে যায়। আর বেশি ঠাণ্ডা লাগলে অবশ্যই চিকিৎসকের কাছে দ্রুত পরামর্শ নিতে হবে।
বয়স্কদের প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বয়স হবার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। ফলে সামান্য কিছুতেই অসুস্থ্য হওয়া অস্বাভাবিক নয়। বিশেষ করে অতিরিক্ত ঠাণ্ডা বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক। এসময় শিশুর মতই তাদেরকে বাড়তি যতœ নিতে হবে।