Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নাসকতার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ও জামায়াত-শিবিরের হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাস ও নাসকতার প্রতিবাদে দেশীব্যাপী আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে হবিগঞ্জে ১৪ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হল রোডস্থ খাঁজা গার্ডেন সিটির সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামীলীগ সভাপতি ও অ্যাডঃ মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপির পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু, জেলা যুবলীগের সহ সভাপতি হাসান চৌধুরী হেমসিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি অমল কুমার দাশ পলাশ, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা শেখ সামছুল হক, অ্যাডঃ আবুল ফজল, অ্যাডঃ আবুল মনসুর, চৌধুরী আবু বকর সিদ্দিকী, অনুপ কুমার দেব মনা, সেলিম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সহ সভাপতি অ্যাডঃ মোঃ আফীল উদ্দিন, সুজিত বণিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শেখ মামুন, অ্যাডঃ আতাউর রহমান, অ্যাডঃ সুলতান মাহমুদ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নূরুল আমীন, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, পৌর ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান তরু, সাধারণ সম্পাদক মোফাচ্ছির রায়হান মুফতি, কলেজ ছাত্রলীগের আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক আফরোজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম মিয়া, ইয়াসিন খাঁসহ জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগের নেতাকর্মী।
সভাপতির বক্তব্যে অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দেশে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাস ও নাসকতা চালিয়ে সাধারণ জনগণের আরামকে হারাম করে দিচ্ছে, যারা হবিগঞ্জে ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আইন-শৃংখলার অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীদের এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখার জন্য প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাঠি ও বাঁশি রেখে সজাগ থাকতে হবে।