Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বর্তমান সরকার সংলাপের নামে নাটক করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়-সৈয়দ ফয়সল

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বর্তমান সরকার ১৮ দলের সাথে সংলাপের নামে নাটক সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আওয়ামীলীগ বুঝতে পেরেছে র্নিদলীয় নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তাই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কিন্তু নির্দলীয় নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ১৮ দল নির্বাচনে অংশ গ্রহন করবে না এবং নিবার্চন হতে দিবে না। জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
তিনি গতকাল শুক্রবার বিকালে মাধবপুর উপজেলা ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, উপজেলা বিএনপি বিএনপির সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা চেয়ারম্যান মীর পারভেজ চৌধুরী, চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, গোলাপ খান, সুরঞ্জন পাল, মাসুদ আলী, যুবদল নেতা এনায়েতউল্লাহ, কবির চৌধুরী, ফিরোজ মিয়া, বাবুল হোসেন, সফিকউদ্দিন খান, আব্দাল মিয়া, শ্রমিক দল নেতা আলাই মিয়া, সালেক মিয়া, ছাত্রদল নেতা মোস্তফা কামাল বাবুল, শেখ জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ সোহেল, ফরিদুর রহমান, ওলামা দলের কারী আব্দুল কুদ্দুছ নুরী, তাতি দলের আবু হোসাইন শাহিন প্রমূখ।