Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তরুণ বৈজ্ঞানিক এর শোক সভায় এমপি আবু জাহির ॥ নুরুজ্জামানের উদ্ভাবনী বিশ্ব দরবারে হবিগঞ্জকে নতুন রূপে পরিচিত করে

স্টাফ রিপোর্টার ॥ বাতাসে চালিত মোটরসাইকেল উদ্ভাবক রিচি গ্রাম তথা হবিগঞ্জের কৃতি সন্তান তরুণ হাফেজ নূরুজ্জামানের অকাল মৃত্যুতে রিচি ঈদগাঁ মাঠে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আহছান উল্লার সভাপতিত্বে ও ডাঃ জিতু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন,,মোঃ আরব আলী, দিদার আলী মাস্টার, বরকত আলী, আকবর আলী, সিরাজুল ইসলাম দুলাই, শফিউল্লা, কাজল মেম্বার, মনির মিয়া ও মাওঃ আলমগীর হোসাইন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হাফেজ নুরুজ্জামান ছিলেন রিচি গ্রাম তথা হবিগঞ্জের কৃতী সন্তান। তার উদ্ভাবনীর মাধ্যমে সে বিশ্ব দরবারে হবিগঞ্জকে নতুন রূপে পরিচিতি এনে দেয়। নুরুজ্জামানই এক মাত্র বৈজ্ঞানিক যে বিশ্বে প্রথম বাতাসে চালিত মটর সাইকেল আবিস্কার করেন। তার থাক লাগানো আবিস্কারে অবাক হয় বিশ্ববাসী। পরে সভায় হাফেজ নুরুজ্জামান এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।