Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের ইতিহাস ও ঐতিহ্য পাসপোর্টের পাতায় পাতায়

পাবেল খান চৌধুরী ॥ আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন ব্যক্তির পরিচয়পত্র হচ্ছে তার পাসপোর্ট। আর তাই বর্তমানে বাংলাদেশে যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়া হচ্ছে তার পাতায় ফুটিয়ে তোলা হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের পানাম নগরীকেও উপস্থাপন করা হয়েছে গুরুত্ব দিয়ে। এমআরপির কভার পেজের উল্টো পৃষ্ঠায় উপরেরটিতে রয়েছে আমাদের স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ আর নিচেরটিতে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। এরপর প্রথম থেকে তৃতীয় পৃষ্ঠায় পাসপোর্টধারীর ছবি ও ব্যক্তিগত তথ্যের পর বাকি পাতাগুলোতে জলছাপে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো।
চার ও পাঁচ নম্বর পৃষ্ঠায় রয়েছে পাহাড়পুর, ছয় ও সাত নম্বর পৃষ্ঠায় আছে ঈশা খার রাজধানীখ্যাত সোনারগাঁওয়ের পানাম নগরী, আট ও নম্বরে আছে ষাট গম্বুজ মসজিদ, দশ ও এগারোতে আছে লালবাগ কেল্লা, বার ও তেরতে আছে কান্তজীর মন্দির, চৌদ্দ ও পনেরতে রয়েছে আহসান মঞ্জিল, ষোল ও সতেরতে আছে কার্জন হল, আঠার ও উনিশে আছে শহীদ মিনার, বিশ আর একুশে রয়েছে সুপ্রিম কোর্ট, বাইশ আর তেইশ পৃষ্ঠায় আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের জলছাপ, চব্বিশ ও পঁচিশে রয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার, ছাব্বিশ ও সাতাশ পৃষ্ঠায় ঐতিহাসিক মুজিবনগর, আটাশ ও ঊনত্রিশ পৃষ্ঠায় বঙ্গবন্ধু সেতু, ত্রিশ ও একত্রিশে দেশের গুরুত্বপূর্ণ সমুদৃবন্দর চট্টগ্রাম বন্দর, বত্রিশ ও তেত্রিশে দেশের অর্থকরি ফসল চায়ের বাগান এবং চৌত্রিশ ও পয়ত্রিশ পৃষ্ঠায় সোনালি আঁশ পাট, ছত্রিশ ও সাইত্রিশ পৃষ্ঠায় কক্সবাজার সমুদ্র সৈকত, আটত্রিশ ও উনচল্লিশে সুন্দরবন, চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম, বেয়াল্লিশ ও তেতাল্লিশে মহাস্থানগড়, চোয়াল্লিশ থেকে বাকি পৃষ্ঠায় রয়েছে জাতীয় ফুল শাপলার জলছাপ।